এফএনএস : ময়মনসিংহের গফরগাঁওয়ে সাঁকো দিয়ে নদী পার হতে গিয়ে পড়ে গিয়ে পানিতে ডুবে সিনথিয়া আক্তার লাকি (১২) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে সুতিয়া নদী পার হতে গিয়ে এ ঘটনা ঘটে। নিখোঁজ সিনথিয়া আক্তার লাকি উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা অতিবাহিত হলেও কিশোরীর খোঁজ মেলেনি।
কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নানা বাড়িতে বেড়াতে এসে যশরা ইউনিয়নের কাঁঠালিডিঙ্গা গ্রামের মুচার মোড় নামক স্থানে সুতিয়া নদীতে সাঁকো পার হতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে যায় লাকি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধারের চেষ্টা চালান।
তাকে না পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিশোরীকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো কিশোরীর সন্ধান মেলেনি।