গফরগাঁও প্রতিনিধি, ফজলুর রহমান :
গতকাল বুধবার সকালে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি গফরগাঁও শাখায় ২০২৫ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসব ও শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও শাখার পরিচালক আকলিমা আক্তার সাথী শুভেচ্ছা ক্লাস চলাকালীন সময়ে প্রতিটি ক্লাসের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এ সময় গাজীপুর শাহীন একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।