প্রতিনিধি, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার পাকাটি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমি এবং বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক ফখরুল হাসান ফখরুল।
এ সময় বারবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী আকলিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সহ-সভাপতি জ্যোৎস্না, সাধারণ সম্পাদক তানজিলা আক্তার শারমিনসহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।