প্রতিনিধি, গফরগাঁও : গতকাল শনিবার সকাল দশটায় ময়মনসিংহের গফরগাঁওয়ে জে এম কামিল মাদ্রাসার মিলনায়তনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ গফরগাঁও উপজেলা শাখা কতৃক আয়োজিত শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা মুসলেমউদ্দীন।
মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা বদরুল আলম।
সভায় বক্তব্য রাখেন পরিষদের ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, মজলিসুল মুদাররেসীন এর ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান পাঠান, প্রিন্সিপাল মাওলানা আবু তালেব, প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম, জামায়াতে ইসলামীর গফরগাঁও শাখার আমীর মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পাগলা থানা আমির মাওলানা ইমদাদুল হক প্রমুখ।
বক্তাগণ মাদ্রাসা শিক্ষার গুণগত মান পরিবর্তনের মাধ্যমে একে আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করেন।