প্রতিনিধি গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার শাঁখচ‚ড়া গ্রামে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কলামিস্ট ফাইজুস সালেহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুজ্জামান, লে: আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন, দিঘীরপাড় নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবু সাঈদ, মো. শহিদুল্লাহ মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৩-২৪ সালে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগিতাম‚লক পরীক্ষার মাধ্যমে বাছাই করে ২১জন কৃতি শিক্ষার্থীকে এককালীন ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান ও সনদ বিতরণ করা হয়।