প্রতিনিধি গফরগাঁও : সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের অংশগ্রহণে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার ৫নং যশরা ইউনিয়নের যশরা মোড়ে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মো. সাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট রওশন আরা দিল আফরোজ।
গফরগাঁও উপজেলা কৃষক দলের সদস্য-সচিব আমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল আল নিহাদের সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষকদলের নেতৃবৃন্দ।