প্রতিনিধি, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক কাজী ফারুক আহাম্মদ। যোগদান উপলক্ষ্যে গফরগাঁও সরকারী কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ তাকে সংবর্ধনা প্রদান করেন। গতকাল রবিবার দুপুরে কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় নতুন অধ্যক্ষ কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ সকল অংশীজনের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এর আগেও অধ্যাপক কাজী ফারুক আহাম্মদ উক্ত কলেজের অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সন্তান।
একইদিন কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন মিঞার অধ্যাপক পদে সদ্য পদোন্নতি প্রাপ্তিতে তাকেও সংবর্ধনা প্রদান করেন শিক্ষক পরিষদ।
এ সময় বক্তব্য রাখেন কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক কাজী ফারুক আহাম্মদ, অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন মিঞা, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ও বাংলা বিভাগের কামাল উদ্দিন প্রমুখ।