ভ্রম্যমান প্রতিনিধি : নিকলী উপজেলার গুরুই ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার গুরুই নতুন বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট বদরুল মোমেন মিঠু সম্মেলনের উদ্বোধন করেন।
বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ মজিবুর রহমান ইকবাল সম্মেলনে প্রধার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান শামীম, নিকলী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মানিক, তাপস সাহা অপু, আতিকুল ইসলাম তালুকদার হেলিম, মোঃ হারুন অর রশিদ, ইঞ্জিঃ পরশ মাহমুদ ও এডভোকেট মোঃ জিল্লুর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুরুই ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও গুরুই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের। সম্মেলনে সভাপতি পদে এজেএম সাদেকুর রহমান, মোঃ জামাল মিয়া ও মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আতাউর রহমান, ডাঃ হামিদ আলী, মোঃ তাহের উদ্দিন ও আব্দুল মান্নান প্রার্থী হয়। জেলা ও থানা বিএনপি’র নেতৃবৃন্দ পরবর্তী সময়ে গুরুই ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে বলে সম্মেলনের অধিবেশন সমাপ্ত করেন।