এফএনএস : ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী প্রজ্ঞা নাগরা। স¤প্রতি অনলাইনে ফাঁস হয়েছে তার ব্যক্তিগত ভিডিও, যা আলোচনা-সমালোচনার ঝড় তুলছে। এ নিয়ে যদিও ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তাই আসলেই প্রজ্ঞা নাগরা কিনা তা স্পষ্ট নয়।
তবে ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়ে গেছে। তীব্র আলোচনা-সমালোচনায় এ নিয়ে মুখ খুলেছেন দক্ষিণী অভিনেত্রী। গত শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এক্স হ্যান্ডেলে প্রজ্ঞা নাগরা একটি পোস্ট করেন। যেখানে তিনি লিখেন, ‘এখনো আমার কাছে বিষয়টি বিশ্বাসই হচ্ছে না।
মনে হচ্ছে একটি খারাপ স্বপ্ন দেখছি, হয়তো এখনই জেগে উঠব।’ ভুয়া ভিডিও ফাঁসের ঘটনায় নিজের মানসিক পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে প্রজ্ঞা লিখেন, ‘প্রযুক্তির উদ্দেশ্য ছিল মানবজাতিকে সহায়তা করা এবং আমাদের জীবনকে দুর্বিষহ না করে তোলা। অথচ এআই প্রযুক্তির মাধ্যমে যারা এ ধরনের কনটেন্ট তৈরি করছেন এবং তা ছড়িয়ে দিচ্ছেন, তারা মূলত কোনো বাজে উদ্দেশ্য নিয়ে করছেন এসব।
প্রার্থনা করি, এই অগ্নিপরীক্ষা যেন আর কোনো নারীকে দিতে না হয়। নিরাপদে থাকুন সবাই।’ প্রজ্ঞা নাগরা, হরিয়ানার পাঞ্জাবি পরিবার থেকে আসেন। তামিল সিনেমা দ্বারা তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিলো। ২০২২ সালে ভারালারু মুককিয়াম সিনেমায় তার অভিষেক ঘটে, যেখানে তিনি একটি মালায়ালি মেয়ের চরিত্রে অভিনয় করেন।
যদিও সিনেমাটি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল, তবে প্রজ্ঞা তার অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণী সিনেমায়। পরবর্তীতে তিনি মালায়ালাম এবং তেলুগু সিনেমায়ও অভিনয় করেছেন। গত বছর তাকে দেখা গেছে মালয়ালম সিনেমা ‘নাধিকালিল সুন্দরী যমুনা’ সিনেমায়। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে তার অনুসারীর সংখ্যা প্রায় ১৫ লাখ।