ভৈরব প্রতিনিধি :
২১শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় মামলায় অভিযুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল অভিযুক্তরা খালাস পাওয়ায় ভৈরবে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় শহরের ভৈরব বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিলে উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকশত নেতাকর্মী অংশ নেন।
উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মো: শাহিন প্রমুখ।
পৌর যুবদলের সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ আফজালের সঞ্চালনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে পৌর বিএনপি নেতা মো: জিল্লুর রহমান, মারুকী শাহিন, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন সেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল হক সুজনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।