নিকলী প্রতিনিধি : ময়লা আবর্জনা-পলিথিন পুড়ানোকে কেন্দ্র করে তোফাজ্জল হোসেন (২৬) নামে এক যুবকের চোখে ঘুষি মেরে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধা ৭টার দিকে করিমগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড পূর্ব নয়া কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিন কথা বলে জানা যায়, ঘটনার সময় তোফাজ্জল হোসেন নিজের জায়গায় পরে থাকা ময়লা আবর্জনা-পলিথিন আগুনে পুড়াতে গেলে একই এলাকার মৃত জুলহাস মিয়ার বখাটে ছেলে মহসিন (৪০) তোফাজ্জলকে গালাগালি করতে থাকে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকলে আশেপাশে থাকা লোকজন এসে তাকে উদ্ধার করে।
ততক্ষণে ভুক্তভোগীর বাম চোখের নীচ দিয়ে রক্ত পড়তে দেখে সাথে সাথে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তোফাজ্জল হোসেন থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর পিতা অপরাধীকে দ্রুত গ্রেফতার করে এই ঘটনার কঠিন ন্যয্য শাস্তি দাবি করেন।