ষ্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ : ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এমতবস্থায় ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয় উপলক্ষে ঢাকা সহ সারাদেশে আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগও প্রকাশ্যে আসার ঘোষণা দেয়।
কিন্তু ঘোষণা সত্বেও গত রবিবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জে ছাত্রলীগকে প্রকাশ্যে দেখা যায়নি। মিছিল মিটিং করার মিথ্যা আস্ফালন-হুংকার গুজবে পরিণত হয়েছে। তারা আসি আসি ভাব পূঁজি করে জনগণের মাঝে হিরো সাজতে চাওয়ার ভাবমূর্তিও মলিন করে দিয়েছে। জনগণ তাদেরকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে।
ছাত্রলীগের দেখা না মিললেও তাদেরকে প্রতিহত করতে গত রবিবার জেলা শহরের মোড়ে মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ সদর শাখার সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সারাদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে। কোথাও লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন ছাত্র প্রতিনিধি মোঃ মামুন মিয়া। এসময় ছাত্র প্রতিনিধি প্রিন্স, জুবায়ের, আয়াতুল্লাহও উপস্থিত ছিলেন।