ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু’র সভাপত্বিতে এক বৈঠক গতকাল শুক্রবার সকাল ১০টায় আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শদিুল ইসলাম মুকুল প্রমূখ।
বাম মোর্চার নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিলং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাত তুলে দেওয়ার ঘোষণার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, অতীতেও চট্টগ্রাম বন্দর নিয়ে শাসক শ্রেণী ষড়যন্ত্র করেছিল। চট্টগ্রাম বন্দর ৯৯ বছরের জন্য বিদেশিদের লিজ দেওয়া অপচেষ্টা করেছিলো। বামপন্থীরা জনগণকে নিয়ে তা প্রতিহত করছিলো। গণ-অভ্যুত্থানের সরকারের আমলে বন্দর নিয়ে একই ষড়যন্ত্র দুঃখজনক।
নেতৃবৃন্দ একইসাথে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, চাঁদাবাজি ও নৈরাজ্য নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায়সংগত দাবীতে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে শাহবাগে সভা সমাবেশ নিষিদ্ধ করায় জনগণের মতপ্রকাশ বন্ধের একটি ফ্যাসিবাদী উদ্যোগ ছাড়া আর কিছু নয় বলে উল্লেখ্য করেন। প্রেস বিজ্ঞপ্তি।