শতাব্দী ডেস্ক : বাংলাদেশের আকাশে গতকাল (শুক্রবার) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ (শনিবার) থেকে জিলহজ মাস গণনা শুরু। এই মাসের ১০ তারিখ, অর্থাৎ ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উয্যাপিত হবে। গতকাল সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়।