স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ দুটি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোবারক হোসেন মৃধাকে গ্রেফতার করেছে। তার বাড়ি নিকলী উপজেলার সিংপুর শিববাড়ি এলাকায়।
তাকে গত শুক্রবার (১২ জুলাই) রাতে নিকলী থানার এএসআই মো. আমজাদ হোসেন ও এএসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ ঢাকার আশকোনা হাজী ক্যাম্প এলাকার মোল্লারটেক প্রেমবাগান থেকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত নং-১ এর বিচারক তার অনুপস্থিতিতে এনআই অ্যাক্টের একটি মামলায় এক বছর সশ্রম কারাদণ্ড ও ৩২ লাখ টাকা জরিমানা এবং অপর মামলায় ছয় মাস সশ্রম কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানা প্রদান করেছিলেন। নিকলী থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, আসামিকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।