প্রতিনিধি করিমগঞ্জ : করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাসেল’কে অপসারণে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন করিমগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা।
গতকাল রবিবার সকাল ১১টায় করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেন করিমগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা। দুপুর ১২টায় তাঁদের কর্মস‚চী শেষ হয়েছে। গতকাল সকালে করিমগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় ভেতরে দেখা গেছে, প্রায় সব কক্ষই ফাঁকা। করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাসেল কার্যালয়ে আর আসেননি।