প্রতিনিধি, কুলিয়ারচর : ‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এ ¯েøাগান সামনে রেখে কুলিয়ারচরে ছয়স‚তী সমাজ উন্নয়ন পরিষদের আয়োজনে দেড় হাজার ফলদ ও ঔষধি চারাগাছ পেল ছয়স‚তী ইউনিয়ন হাই স্কুল ও কলেজের চৌদ্দশত শিক্ষার্থী।
গতকাল রবিবার বিকেলে স্কুল ছুটির সময় উপজেলার ছয়স‚তী ইউনিয়ন হাই স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ছয়স‚তী সমাজ উন্নয়ন পরিষদের পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জামান হোসেনের পরিচালনায় শিক্ষার্থীদের মাঝে এ চারাগাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছয়স‚তী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মোর্শেদ নিজামী বাবুল, ছয়স‚তী ইউনিয়ন হাই স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মোস্তাকুর রহমান বাদল, অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মো. ময়েজ উদ্দিন খান, অত্র সংগঠনের উপদেষ্টা মোস্তাকুর রহমান মঞ্জু, ইব্রাহিম ও আরফানুর রহমান, সিনিয়র শিক্ষক পীযুষ কান্তি ঘোষ, কুলিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নাঈম আহমেদ, ছয়স‚তী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলি হায়দার ও সদস্য সচিব মাইন উদ্দিন, ছয়স‚তী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মশিউর রহমান সজিবসহ ছয়স‚তী সমাজ উন্নয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং ছয়স‚তী ইউনিয়ন হাই স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিনামূল্যে ফলদ ও ঔষধি চারাগাছ পেয়ে অনেক খুশি শিক্ষার্থীরা আর এ উদ্যোগে ছয়স‚তী সমাজ উন্নয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান শিক্ষক।