প্রতিনিধি কটিয়াদী, ফজলুল হক জোয়ারদার আলমগীর :
কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে উপজেলা ছাত্রদলের আয়োজনে এক আনন্দ মিছিল বের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আনন্দ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান উবাইদুর, কটিয়াদী উপজেলা ছাত্রদলের আহবায়ক তসরিফুল হাসিব, উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক দিদারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।