স্টাফ রিপোর্টার : ‘আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না’ এ শ্লোগানকে সামনে রেখে ছুলেমুন্নেছা কল্যাণ ট্রাস্ট ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগীতায় রবিবার (১১ মে) আব্দুল মজিদ খান ড্যাফোডিল হাই স্কুলে নারী ও যুব উন্নয়নের লক্ষ্যে ‘নারী ও উন্নয়ন প্রশিক্ষণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণ করেন ইসলামি ইউনিভার্সিটি অব টেকনোলজি’র শিক্ষক ড. এম আবদুল আজিজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক টেকনোলজির শিক্ষক ড. মুমতাহিনা, ব্যাংক কর্মকর্তা মোঃ মুসলেহ উদ্দিন এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর জেলা সমন্বয়কারী পলাশ কান্তি পাল। উক্ত কর্মশালার মাধ্যমে নারী ও যুব সমাজের উন্নয়নের লক্ষ্যে অংশগ্রহণকারীদের চাহিদা অনুযায়ী মোট ১২ ধরনের প্রশিক্ষণের চাহিদা গ্রহণ করা হয়।