স্টাফ রিপোর্টার : জনসাধারণকে ভূমি সেবার মান নিয়ে কোন রকম হয়রানি করা যাবে না। তৃণমূলের গ্রামীন প্রান্তিক জনগোষ্ঠিকে দ্রুত সময়ে ও সচ্চতার সাথে সেবা প্রদানে ভূমি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহŸান জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে এক ঝটিকা পরিদর্শনে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ সময় জেলা প্রশাসক ভ’ূমি অফিসে আসা সেবা গ্রহীতাদের সাথে কথা বলে সেবার মান সম্পর্কে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করেন। সেবা গ্রহীতারা এমনি ভাবে সামনে পেয়ে তারা তাদের প্রত্যেকের কাজের ধরন ও অগ্রগতির বিষয়ে জেলা প্রশাসককে অবগত করেন।
পরে তিনি ভূমি অফিসের সকল কক্ষ পরিদর্শন করে ডিজিটাল ভূমি সেবার মান আরো সমৃদ্ধ ও অগ্রগতির লক্ষে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল, রশিদাবাদ ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বাবু সুখরঞ্জন রায়, ভূমি অফিসের নাজির মোঃ শাহ আলম, সার্ভেয়ার আলী আহম্মেদসহ ভূমি অফিসের সর্বস্থরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।