এম এ জলিল, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি : করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার নানশ্রী উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জালাল মোহাম্মদ গাউস। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হারুন চেয়ারম্যান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক কনক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. হানিফ, করিমগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালমান প্রমুখ।
জয়কা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রবির সঞ্চালনায় বক্তাগণ জুলাই অভ্যুত্থানের পর স্বাধীন দেশে যে সংস্কার চলমান আছে তা যাতে ভূলুণ্ঠিত না হয় সেদিকে লক্ষ্য রেখে গতিশীল নেতৃত্ব সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি এডভোকেট জালাল মোহাম্মদ গাউস বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।