স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া, আছাদুজ্জামান খন্দকার :
পাকুন্দিয়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেওয়ায় নেত্রকোনার ১৫ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার ভোরে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রাম থেকে তাদের আটক করে পাকুন্দিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। তাদের প্রত্যেকের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন গ্রামে বলে পাকুন্দিয়া থানা সূত্রে জানা গেছে।
আটক যুবকরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউরা গ্রামের আরমান মিয়া (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), ইকবাল হোসনে শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), ওয়াশেরপুর গ্রামের মোঃ আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), মো. মাহফুজ আলম (১৭), অমিত (১৮), সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস খেতে আসেন লোকজন। খেজুরের রস খেতে ভোর রাতেই আসতে হয়। এর ধারাবাহিকতায় বুধবার ভোরের দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মটর সাইকেলে করে ওই ১৫ যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসেন। খেজুরের রস খাওয়া শেষ করে,
সেখান থেকে যাওয়ার সময় তারা একযোগে শেখ হাসিনার সরকার বার বার দরকার, বঙ্গবন্ধুর বাংলায় ইউনুস সরকারের ঠাই নাই, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে ¯েøাগান দিতে থাকে। পরে স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ওই ১৫ যুবককে পুলিশের হাতে সোপর্দ করে জনতা। পরে পুলিশ তাদের প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ¯েøাগান দেওয়ার সময় এলাকাবাসি তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।