প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) আবু হানিফ : গত ৫ আগষ্ট সরকার পতনের পর জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অসাদচরণ, স্বেচ্ছাচারিতা এবং দুর্ব্যবহারের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অনাস্থা দেয় ইউপি সদস্যরা। গত ১৭ সেপ্টেম্বর বিকেলে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেনের কাছে এই অনাস্থা প্রস্তাব দেন তারা।
এ বিষয়ে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, ইউপি সদস্যরা বিভিন্ন সময় অনৈতিক সুযোগ-সুবিধা চাইতো। আমি না দেয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছে’।
তিনি আরও বলেন, ‘আমি এই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান, আমি কোনো দল করি না। আমার কাছে সবাই সমান। কিন্তু, সরকার পতনের পর থেকে কিছু প্রভাবশালী ব্যক্তি আমার বিরুদ্ধে ইউপি সদস্যদের উষ্কে দিয়েছে এবং ষড়যন্ত্র করছে। আমি ষড়যন্ত্রের শিকার’।
পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেয়েছি। বিধি অনুযায়ী তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।