১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গত সোমবার (৬ মে) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের নিকট স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক শুরূক পত্রিকার সম্পাদক হাকীম মুহা. ফজলুর রহমান, সহ-সভাপতি দৈনিক দেশ রুপান্তরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো: শহীদুল ইসলাম পলাশ, যুগ্ম সম্পাদক দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক এম এ সালাম।
সাংবাদিকবৃন্দ বলেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ৮ম বারের মতো ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করে বিএমএসএফ, যা গত কয়েক বছর ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে সংস্থাটি। ১-৭ মে প্রতি বছর গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সারা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের মাধ্যমে একই দিনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাকীম মুহা. ফজলুর রহমান বলেন- বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের নির্দেশনায় আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে জাতীয় গণমাধ্যম সাপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জে আমরা স্মারকলিপি প্রদান করেছি।