স্টাফ রিপোর্টার, শামছুল আলম সেলিম : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখা। শহর শাখা জামায়াতে আমির মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ক্বারী মাওলানা নজরুল ইসলাম। এছাড়াও শহর শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল হক, সদর উপজেলা সেক্রেটারী বোরহান উদ্দিন সুমন, কিশোরগঞ্জ শহর শাখার সহকারী সেক্রেটারি মাহফুজুল হক মাসুমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অধ্যাপক মো. রমজান আলী তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর যদি বিপ্লব ঘটিত না হত তাহলে আজ বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লিখা হতো। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি বহুদলীয় গণতন্ত্র চর্চা করার রাস্তা তৈরি করে দিয়েছে।