প্রতিনিধি করিমগঞ্জ : করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শহীদ মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ অসংখ্য শহীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নেতা ও হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক।
গতকাল শনিবার (১৭ আগস্ট) বিকাল ৩টায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতে মরিচখালী বাজার ফেরীঘাট সংলগ্ন বালুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জামায়াত নেতা সুপার আলী হোসেনের সভাপতিত্বে ও গুণধর ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম এবং গুণধর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি নাজিম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি শাহরিয়ার শাকিল, জামায়াত নেতা মাওলানা জহিরুল ইসলাম,
জামায়াতের নেতা মাওলানা মো:মাহতাব উদ্দিন, জামায়াত নেতা মাওলানা নূরুল ইসলাম, করিমগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির আলা উদ্দিন,বিএনপি নেতা গুণধর ইউপি সাবেক চেয়ারম্যান আবু জাহেদ, জামায়াত নেতা জয়নাল আবেদীন, জামায়াতের নেতা রফিকুল ইসলাম, জামায়াতের নেতা ক্বারী ইঞ্জিনিয়ার সাইদুর রহমান,
জামায়াত নেতা আবু সুফিয়ান, জামায়াত নেতা আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম, জামায়াত নেতা আলী নেওয়াজ, জামায়াত নেতা আলীম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা শাহ ফাইজুল্লাহ, মাওলানা আব্দুল করিম, গুনধর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ হেদায়েত উল্লাহ, গুণধর ইউনিয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মাসুদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের নেতা মহি উদ্দিন আজমী, ক্বারী হাবিবুল্লা বেলালী, আব্দুল মতিন বাচ্চু, আব্দুল কাদির, ফরিদ উদ্দিন, আবুল কাশেম, মফিজুল ইসলাম, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা হেলাল উদ্দিন, মো:শরীফ, মাওলানা রফিকুল ইসলাম, ছাত্র শিবির নেতা হাবিবুর রহমান সাঈদ, আতিকুর রহমান, মনির হোসেন, সানাউল্লাহ প্রমুখ।