স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকেলে নগুয়া বটতলার মোড়ে এক দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ নং ওয়ার্ড শাখার আমির মাওলানা মো. আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার নায়েবে আমির, হয়বত নগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, জেলা শাখার সেক্রেটারী মাওলানা মো. নাজমুল ইসলাম, সাবেক জেলা শাখার আমির মাওলানা মো. তৈয়বুজাম্মান, সাবেক নায়েবে আমির অধ্যাপক মো. মোসাদ্দেক ভ‚ইয়া,
অধ্যাপক মো. আজিজুল হক, মাওলানা সানাউল্লাহ, জেলার কর্মপরিষদ সদস্য ও শহর শাখার আমির মাওলানা মো. আ.ম.ম আব্দুল হক, সদর উপজেলার আমির ক্বারী মাওলানা মো. নজরুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র বসাক প্রমুখ।
বিভিন্ন পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন শহর শাখার সেক্রেটারি আবু নাসের মো. নয়িম।