মোঃ মিজানুর রহমান, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ২৫ আগষ্ট দুপুর ১২টার সময় প্রতারণার দায়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক নার্গিস বেগমের (৪০) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট। ২৮ আগষ্ট তিনি আদালতে আত্মসমর্পণ করলে জামিনে মুক্তি পান।
নার্গিস বেগম উপজেলার নোয়াগাওঁ বেপারি পাড়ার নাজমুল হাসান মাসুদের স্ত্রী। তিনি কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের একজন কাপড় ব্যবসায়ী। প্রায় ২ বছর আগে তার পাশের ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন চেক এবং নগদে দশ লক্ষ বিশ হাজার (১০,২০,০০০) টাকা ধার নেন। চাহিবা মাত্র ফেরত দিবেন বলে জানান। পাওনাদার টাকা চাইলে ২৩ সালের ২৭ জুন তিনি পাওনাদারকে দশ লাখ বিশ হাজার টাকার ব্যাংক চেক প্রদান করেন। ২২/১১/২৩ ইং তারিখে তাকে এক মাসের সময় দিয়ে উকিল নোটিশ প্রদান করা হয়। প্রায় এক মাস পার হবার পর তার বিরুদ্ধে মামলা রুজু হয়।
জানা যায়, নার্গিস বেগম প্রিমিয়ার ব্যাংক থেকে পাঁচ লাখ সহ বিভিন্ন ব্যাংক ও এনজিও এমনকি বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রায় কোটি টাকা ঋণ করে প্রতারণা করেছেন ক্ষমতার দাপটে। এমনকি ঋণ দাতাদেরকে হুমকির উপরে রেখেছেন সব সময়। এছাড়া আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে তিনি নানা ধরনের অপকর্ম করে গেছেন।
এ বিষয়ে জেলা জজ কোর্টের আইনজীবী ম. সালেহীন সিদ্দিকী বলেন, ২৮ আগষ্ট নার্গিস বেগম আত্মসমর্পণ করেন এবং জামিন পান।