এফএনএস : সরকার পতনের পর এমনিতেই ক্রিকেটপাড়ায় চলছে অস্থিরতা। চন্ডিকা হাথুরুসিংহে আর সাকিব আল হাসান ইস্যু এখনো আলোচনায়। এরই মাঝে এক সংবাদমাধ্যমে প্রকাশ হয় এক নারীকে নিয়ে দুই ক্রিকেটারের দ্ব›েদ্বর খবর। জানানো হয় সেই নারী ঢাকাই সিনেমার এক নায়িকা! গত রোববার সকালে প্রকাশ হয় দুই ক্রিকেটারের এই রসালো গল্প। তবে সাধারণ কোনো ক্রিকেটার নয়। বলা হয় তাদের একজন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অন্যজন তাওহীদ হৃদয়।
আর নারী চরিত্রের নাম বলা হয় নায়িকা জাহারা মিতুর কথা। জাহারা মিতুকে নিয়ে ‘চটকদার’ শিরোনামে খবর প্রচারে যেন প্রতিযোগিতা চলছে বিভিন্ন সংবাদমাধ্যমে। সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে তার নাম মিশিয়ে নানা গল্প ছড়িয়ে-ছিটিয়ে আছে। এবার তার নাম জড়াল এই দুই তারকা ক্রিকেটারের নাম। সেখানে বলা হয়, এই অভিনেত্রীর প্রেমে মজেছেন নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়।
তার জন্য নাকি দু’জনের মাঝে নাকি দ্বন্দ্বেরও সৃষ্টি হয়েছে। যদিও এই সম্পর্কে কোনো তথ্য-উপাত্ত দেখাতে পারেনি সংবাদমাধ্যমটি। এমন আলোচনা ওঠার পর আর দেরি করেননি জাহারা মিতু। এক সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এই অভিনেত্রী দাবি করেন, তাকে নিয়ে প্রচারিত খবরগুলো মিথ্যা ও গুজব। এসবের কোনো সত্যতা নেই। মিতু বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে।
সে দিক থেকে অনেক ক্রিকেটারের সাথেই পরিচয় রয়েছে। তাই বলে তাদের সাথে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু নয়।’ তাওহীদ হৃদয় ও শান্তর সাথে এই গুঞ্জন ওঠা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘তাওহিদ হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো।
আমাদের পরিচয় আছে। তাই বলে প্রেম বা সম্পর্ক এমন কিছুই নেই। প্রেম করতে হলে আগে তেমন কিছু ভাবতে হবে, আমি তো কখনো হৃদয়কে নিয়ে সেটা ভাবতেই পারিনি।’ তিনি আরো বলেন, ‘আর নাজমুল হাসান শান্ত তো বর্তমানে জাতীয় দলের অধিনায়ক। বিভিন্ন সময় দলীয় সাফল্যে বা ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে হয়তো ফেসবুকে তাকে মেনশন করে কোনো স্ট্যাটাস দিয়েছি। এর মানে এই নয় যে আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে।’