প্রতিনিধি করিমগঞ্জ : জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজে জাতীয় কৃমি সপ্তাহ উপলক্ষে ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল জেলার করিমগঞ্জ উপজেলার ১নং কাদিরজঙ্গল ইউনিয়নের মলাই ফকির বাজারে অবস্থিত জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ সরকার কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে প্রতিটি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে এ কৃমিনাশক ট্যাবলেট বিনামুল্যে বিতরন ও সেবন করানো হয়েছে। তারই ধারাবাহিকতায় জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজে একযোগে এই ওষুধ সেবনের আয়োজন করে। উল্লেখ্য, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে পাঁচ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী এবং বিদ্যালয় বহির্ভূত পথশিশু, কর্মজীবী শিশু ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের বিনামূল্যে একডোজ কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে।