নিজস্ব সংবাদদাতা, তন্ময় আলমগীর :
জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতা পরিচালক তন্ময় আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন করিমগঞ্জ উপজেলার ১নং কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ উদ্দীন আহমেদ কনক। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষানুরাগী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্লে গ্রæপ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ১৩৯ জন শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক ক্রেস্ট কার্ড ও শিক্ষা উপকরণ। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকগণকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।