দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর, রেশনিং ব্যবস্থা চালু কর, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কর, চিকিৎসা খরচ কমাও-সেবার মান বাড়াও, চা শ্রমিকের ন্যূনতম মজুরী দৈনিক ৫০০ টাকা নির্ধারণ কর, বকেয়া পরিশোধ কর এবং সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গত রবিবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় আরডি হল মাঠে শোষণ-বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কমরেড পীযুষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ ক্বাফী রতন। তিনি বলেন, এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের ফসল। স্বৈরাচারী হাসিনা দূর্নীতি, লুটপাট, ভোটার বিহীন নির্বাচন করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ব্যবস্থা করেছিলেন।
কিন্তু ছাত্র-শ্রমিক-জনতা জীবন দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে বিতারিত করেছে। এর সুফল অবশ্যই জনগণের দোয়ারে পৌছে দিতে হবে। শুধু চেহারা কিংবা ক্ষমতার হাতবদল নয়। সত্যিকার অর্থেই একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মাধ্যমে এই অর্জনকে ধরে রাখতে হবে। এজন্য একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে হবে।
এছাড়াও আরো বক্তব্য রাখেন সিপিবি নেতা রনজন কুমার রায়, শ্রমিক নেতা পলাশ চৌধুরী, মারফত আলী প্রমুখ। উপস্থিত ছিলেন- অটোরিক্সা শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি ধনু মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম, রাহিমুল চৌধুরী, আঃ ছাত্তার, এনামুল হক, সামছুল হক, আলীম উদ্দিন, মুহিবুর মিয়া, ফারুক মিয়া, সিপিবি নেতা আতাউর রহমান, আরিফুর রহমান জিতু, সামছুল হক রুকু, আঃ ছমেদ, আবুবকর সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।