স্টাফ রিপোর্টার : ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী তিনমাস বৃক্ষ রোপন র্কমস‚চির আওতায় কিশোরগঞ্জে বিভিন্ন জাতের ফলজ ও বনজগাছ রোপনের মাধ্যমে র্কমস‚চির উদ্বোধন করেছেন বাংলাদশে কৃষক লীগরে সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
গতকাল রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে জেলা সদরের মারিয়া বিসিক শিল্প নগরী এলাকায় কর্মস‚চির উদ্বোধন করা হয়।
উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে কৃষবিদি সমীর চন্দ বলেন, বৈশ্বকি জলবায়ুর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ¡াস থেকে রক্ষায় গাছের ভ‚মিকা অপরিসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই তিন মাসব্যাপী গাছ লাগিয়ে নিজে বাঁচি ও দেশকে বাঁচাই। গাছ আমাদের খাদ্য পুষ্টি ও ঔষধ উপহার দেয়। এছাড়াও প্রাণীর জীবন ধারনের প্রয়োজনীয় অক্সজিনে দেয়।
কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসনে বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসননের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।
বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, কেন্দ্রিয় কৃষক লীগের সহ সভাপতি আকবর আলী চৌধুরী ও মাকসুদুল ইসলাম, সাংগঠনকি সম্পাদক ডক্টর হাবিবুর রহমান মোল্লা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য আখতারুজ্জামান শিপন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পর্যাপ্ত বৃক্ষরোপণ দরকার।
কেননা বৃক্ষহীন পরিবেশ জীবন-জীবিকার জন্য ভয়াবহ হুমকি। গাছ লাগানোর পাশাপাশি সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি প‚রণে লাগামহীন বৃক্ষনিধনও বন্ধ করতে হবে। গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচাতে হবে। তাহলে আমাদের বনজ সম্পদ বৃদ্ধি পাবে, পরিবেশও সুন্দর হবে। আসুন, গাছ লাগাই, গাছ বাঁচাই।
জেলা কৃষক লীগের নেতার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে এই তিন মাসে জেলার ১৩ উপজেলায় ১৩ হাজার গাছ রোপন করা হবে। বিসিক এলাকায় ইতোমধ্যে আমরা ১ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপন করছে।
এ সময় জেলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, উপজেলা কৃষক লীগ, ইউনিয়ন কৃষক লীগ, ওয়ার্ড কৃষক লীগের নেতাকর্মীসহ ছাত্রলীগ ও যুব লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।