স্টাফ রিপোর্টার : ‘পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতিসহিংসতা প্রতিরোধ করি’ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ (২৫ নভেম্বর- ১০ ডিসেম্বর) উদযাপনের সমাপ্তি হয়েছে।
গত ২৫ নভেম্বর মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা করে পক্ষ কালের কর্মস‚চি শুরু হয় কেন্দ্র থেকে সকল জেলায় একযোগে।
কিশোরগঞ্জ মহিলা পরিষদ নানা আয়োজনে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করেছে। কর্মস‚চির মধ্যে ছিল মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভা, মতবিনিময় সভা, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে তৃণম‚লে উঠান বৈঠক ইত্যাদি।
গত ১০ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় শহর সমবায় ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পক্ষ কালের কর্মস‚চির সমাপ্ত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অ্যাড. মায়া ভৌমিক। সাধারণ সম্পাদক আতিয়া হোসেন তার স্বাগত বক্তব্যে পক্ষ কালের বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করেন।
সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পক্ষ কালব্যাপী সংগঠনের কর্মস‚চী ও সংগঠনের চারিত্রিক বৈশিষ্ট তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মহিলা পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এর সাথে কোন রাজনৈতিক দলের কোন সংশ্লিষ্টতা নেই। প্রধানত নারী সমাজের অধিকার ও নারী নির্যাতনের মত বিষয় নিয়ে সংগঠন কাজ করে। সকল সরকারের সময়ই মহিলা পরিষদ তার কার্যক্রম চালিয়ে গেছে।
এসময় গণমাধ্যমকর্মী ও জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।