স্টাফ রিপোর্টার : প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের গণদাবি প্রসংগে ২১ দফা সংস্কার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে কনজুমারস এসোসিয়েশন অব বালাদেশ (ক্যাব)।
সারাদেশের মানুষের সমর্থন নিতে গণস্বাক্ষর কর্মসূচী চালাচ্ছে সংগঠনটি।
গতকাল রোববার দুপুরে সরকারের প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ এর নিকট প্রদান করে ক্যাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু, কার্যনির্বাহী সভাপতি এডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেইন রনি, শফিক কবীর, বীর মুক্তিযোদ্ধা, কোম্পানী কমান্ডার মাহবুবুল আলম প্রমুখ।