করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ঝড়ে করিমগঞ্জের নিয়ামতপুরে এক অন্তঃসত্তা নারী ও শিশু নিহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে প্রচন্ড ঝড় শুরু হলে করিমগঞ্জ থানার নিয়ামতপুর হাজি পাড়া ঘোনারবাড়ি গ্রামে কৃষক আব্দুল কাইয়ুমের দু’চালা টিনের বসত ঘরে গাছ উপড়ে পড়লে ঘর ভেঙ্গে যায়। তাতে আব্দুল কাইয়ুমের অন্তঃসত্তা স্ত্রী মোছা. রুপ তারা (৪৫) এবং তার ছোট ছেলে তাইজুল (৫) গুরুতর আঘাত পান। তাইজুল ঘটনাস্থলেই মারা যায় এবং মোছা. রুপ তারা আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি অবস্থায় মারা যান। মৃত রুপ তারার মা সামান্য আঘাত পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।