এফএনএস : ৪১ বছরে এসে দীর্ঘ ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। লর্ডসে অভিষেক, লর্ডসেই অবসর। ২০০৩ থেকে ২০২৪ সাল। অ্যান্ডারসন জায়গা করে নিলেন কিংবদন্তিদের কাতারে। অভিষেকে কে ভেবেছিলেন একজন পেসারের টেস্ট ক্যারিয়ার দুই দশকেরও বেশি লম্বা হবে।
অথচ করে দেখালেন তিনি। ইংলিশ তারকার অবসরে অন্যান্যের মতো মন ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটারদেরও। জেমির অবসর নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘অভিনন্দন, জেমস অ্যান্ডারস! দুর্দান্ত একটি ক্যারিয়ারের জন্য।
আপনার অবসরকে শুভকামনা জানাই, আপনি একজন সত্যিকারের কিংবদন্তি।’ এদিকে টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘শুভ অবসর, জেমস অ্যান্ডারসন! আপনার অবিশ্বাস্য এই ক্যারিয়ার খেলার প্রতি আবেগের প্রমাণ হিসেবে থাকবে। অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত এবং অনুপ্রেরণামূলক পারফরম্যান্সের জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার জীবনের এই নতুন অধ্যায়ে আপনাকে শুভেচ্ছা জানাই!’ অ্যান্ডারসনের অবসর মন ছুঁয়ে টাইগার অধিনায়ক সাজমুল হোসেন শান্তরও। ফেইসবুকে তিনি লিখেন, ‘২১ বছরে ১৮৮ টেস্টের বিস্তৃত ক্যারিয়ার। যেখান থেকে শুরু সেখানেই শেষ। তোমাকে স্মরণে রাখব জেমি।’