সংবাদদাতা, করিমগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জে ১২০ জন শ্রমিকের মাটি কাটার মোট ২৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে উপজেলার গুজাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাসুদ এর বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। গতকাল রোববার সকালে ২নং গুজাদিয়া ইউনিয়নবাসীর ব্যানারে করিমগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সমন্বয়ক অভি চৌধুরী, করিমগঞ্জ উপজেলার সমন্বয়ক আবু মুসা শান্ত, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচিতে প্রকল্পের মাটি কাটায় অংশ নেয়া হতদরিদ্র নারী ও পুরুষ শ্রমিকেরা। তাদের মজুরির টাকা না পাওয়া নিয়ে হতাশা ও ভোগান্তির কথা তুলে ধরেন। শ্রমিকেরা জানান, গুজাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাসুদ ১২০ জন শ্রমিকের প্রত্যেকের মাটি কাটার ৩২ হাজার টাকা করে মোট ২৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
তারা দিনের পর দিন ইউপি চেয়ারম্যানের কাছে ধর্না দিয়েও তাদের শ্রম-ঘামের মজুরির টাকা পাননি। অবিলম্বে তারা তাদের পাওনা টাকা পাওয়ার দাবি জানিয়েছেন।