স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, ধনবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর তারা ইউনিয়ন পরিষদের সাবেক (একটানা ১৫ বছর) ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু (৭৬) মৃত্যুবরণ করেছেন (ইন্না…..রাজেউন)। গত ১৯ এপ্রিল সকাল ৯টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল রবিবার বাদ আসর কদমতলীর গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলে জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও সহনশীলতায় বিশেষ দোয়ায় অংশনেন। এদিকে তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, জেলা কৃষক লীগের সভাপতি ও দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।