স্টাফ রিপোর্টার : গতকাল (শুক্রবার) কিশোরগঞ্জের স্বনামধন্য চিকিৎসক ডা.লুৎফুল্লাহ লতুর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি বিগত ৩১ মে ২০২১ তারিখে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। ডা: লুৎফুল্লাহ কিশোরগঞ্জের জনপ্রিয় ও বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. শরফুদ্দিন আহমেদ বাদশাহ মিয়ার সন্তান।
তিনি পুরানথানায় অবস্থিত ক্রিসেন্ট ফার্মেসিতে তার পিতার চেম্বারে প্রেকটিস করতেন। তিনি মাদ্রাসায়র পাঠ শেষ করে কলেজে ভর্তি হন এবং পরে যথাযথভাবে ডাক্তারি পাশ করেন। তিনি জীবনের শেষ পর্যন্ত ক্রিসেন্ট ফার্মেসিতেই রোগী দেখে সেবার কাজ চালিয়েছেন।
এক সময় তিনি একজন দক্ষ ফুটবলার ও ক্রিকেটার হিসাবে জনপ্রিয়তা লাভ করেছিলেন। লন টেনিসেও পারদর্শী ছিলেন। শেষ বয়সেও টেনিস খেলায় মনোযোগী ছিলেন। তার খেলার সঙ্গী ছিলেন মরহুম আবু সাঈদ ম্যাজেষ্ট্রেট, ডাঃ রমজান মাহমুদ প্রমুখ।