স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলা শহরের প্রবীন নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফজলুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গতকাল রাত ৩টার দিকে আখড়া বাজারস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। ডা. ফজলুল হক স্ত্রী, দুই মেয়ে, ১ ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি যখন কিশোরগঞ্জ শহরে চিকিৎসা সেবা প্রদান শুরু করেন, তখন গুণগত মান তো দূরের কথা প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকও ছিল না এই শহরে। নিষ্ঠার সাথে দীর্ঘদিন চিকিৎসা সেবা প্রদান করায় কিশোরগঞ্জের নাগরিকদের বড় একটি অংশের কাছে তিনি ছিলেন আস্থার মানুষ।
তার মৃত্যুতে জেলা শহরে শোকের ছায়া নেমে আসে। গতকাল বাদ মাগরিব আখড়া বাজার জামে মসজিদে নামাজে জানাজা শেষে বয়লা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন কিশোরগঞ্জের সর্বসাধারণ।