প্রতিনিধি মিঠামইন : মিঠামইন উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়নের দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের ৩৫ বছর উদযাপন অনুষ্ঠান এক মনোরম পরিবেশে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত ছিল পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ, আলোচনা সভা এবং কেক কাটা। গতকাল বিকেলে শাখা ব্যবস্থাপক জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং গোপদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নাসির উদ্দিন হারুন, গোপদিঘী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ফখরুল ইসলাম নয়ন, পদক্ষেপ মানবিক উন্নয়ন এর এটিও মো: সালাউদ্দিন ও দলনেত্রী শাহিনা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মিঠামইন শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফখরুদ্দিন রাজি খান, ইউপি সদস্য রফিকুল ইসলাম বাদশা, নাজমা আক্তার, জিয়া তৌফিক শাহীন এবং ডিএসকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মাঠ কর্মকর্তা পিযুষ সরকার।