স্টাফ রিপোর্টার, এম এ আকবর খন্দকার : কিশোরগঞ্জে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম’র (ডিপিএফ) উদ্যোগে মাসিক সমন্বয় সভা ও তথ্য অধিকার দিবস-২০২৪ এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে জেলা শহরের পুরানথানাস্থ করিমগঞ্জ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত স্বপ্রণোধিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ সদস্য জাহাঙ্গীর কবির মাস্টার।
সেক্ট্রেটারি মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় ‘রাষ্ট্রের ম‚লধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ তথ্য অধিকার দিবসের এ প্রতিপাদ্য আলোচনা করেন ডিপিএফ মেম্বার এম এ আকবর খন্দকার, এজ্জাজ হোসেন কাজল, চন্দ্রা রানী সরকার, লিমা আক্তার, শাহিন মিয়া, শারমিন আক্তার।