স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম’র (ডিপিএফ) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত (২৯ এপ্রিল) সোমবার বিকেলে জেলা শহরের পুরান থানাস্থ করিমগঞ্জ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত স্বপ্রণোদিত সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ সহ-সভাপতি হাসিনা হায়দার চামেলী। সেক্ট্রেটারি মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ডিপিএফ মেম্বার এম এ আকবর খন্দকার, জাহাঙ্গীর ফকির, এজ্জাজ হোসেন কাজল, লিমা আক্তার, শাহিন মিয়া, শারমিন আক্তার, এমদাদ উদ্দিন সবুজ। এ সময় সংগঠনের সহ-সভাপতি হাসিনা হায়দার চামেলী সাংগঠনিক গতিপথকে আরও বেগবানের লক্ষ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্রস্তাবিত সিদ্ধান্তের মাঝে সংগঠনে যে সকল সদস্য তাদের জীবিকা বা পেশাগত দায়িত্ব পালনে কিশোরগঞ্জের বাহিরে অবস্থান করেন নন বাজেটরী মাসিক মিটিংএ অনুপস্থিত, ৭-৮ মাসের মাঝেও চাদাঁ দিতে ব্যর্থ, সাংগঠনিক কাজে অংশগ্রহণ করতে পারছেনা তাদের শূন্যতা পুরনে নতুন সদস্য সংগ্রহ, বাৎসরিক বনভোজন স্কুল মনিটরিং। এছাড়াও এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সকলে সহযোগিতা ও নিরলস কাজ করার প্রতিশ্রæতিবদ্ব হয়।