স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, তরুণদের ভাবনাকে সরকার ম‚ল্যায়ন করছে। জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর তরুণরা কেমন বাংলাদেশ দেখতে চায়, দেশকে নিয়ে তারা কী ভাবছে, তাদের সেই ভাবনাগুলো আজকের তরুণদের কাছ থেকে আমরা জানবো।
তিনি গতকাল বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
এবারের সমাজসেবা দিবসের প্রতিপাদ্য ছিল ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’। জেলা প্রশাসক আরও বলেন, তরুণরাই দেশকে এগিয়ে নেবে আমরা তাদের সারথী। সমাজসেবা দিবসের মুক্ত আড্ডার অনুভ‚তিগুলো বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।
এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার ও জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মহসীন খান, হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, অধ্যাপক ডা. মুহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মুস্তাক আহমেদ শাহীন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসাইন, আশরাফ আলী সোহান প্রমুখ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক-২ শাহনাজ পারভীন, সমাজসেবা অফিসার (রেজিস্টেশন) মো. মহসিন, সদর উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ মাঈনুর রহমান মনির, সমাজসেবা অফিসার সালমা খানম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক বাসির উদ্দিন, বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ওয়াকাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সরকারি শিশু পরিবার (বালক) এর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।