স্টাফ রিপোর্টার, তাড়াইল : গতকাল ১৪ আগষ্ট তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের নেতৃত্বে তাড়াইল উপজেলার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনা বাহিনীর মেজর মোহাইমিনুল এবং সেনা বাহিনীর সঙ্গীয় ফোর্সদের নিয়ে (হিন্দু) সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় অধ্যুশিত এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শন কালে দামিহা বর্মন পাড়া মন্দির, দামিহা ভাষা সৈনিক গঙ্গেশ সরকারের বাড়ী দূর্গা মন্দির, দিগদাইড় দূর্গা মন্দির এবং বরুহা পন্চতত্ব মন্দির প্রাঙনে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের সাথে মত বিনিময় করে চলমান পরিস্থিতি নিয়ে খোঁজ-খবর নেন। যে কোন বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে মেজর মোহাইমিনুল তাড়াইলের যে কোন পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার আল মানুনের সাথে যোগাযোগ রাখার আহ্বান জানান।
এ সময় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ছাড়াও দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে মাইনুজ্জামান নবাব সহ স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ, সাংবাদিক, তাড়াইল পি.এফ.জির কো-অর্ডিনেটর রবীন্দ্র সরকার, পূজা কমিটির সভাপতি মিশুক ভৌমিক, সম্পাদক সাগর দে প্রমূখ।