তাড়াইল প্রতিনিধি, রুহুল আমিন : ‘গাছ লাগাই, জীবন ও পরিবেশ বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কিশোরগঞ্জের তাড়াইলের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ হলরুমে আলোচনা সভার পর গাছ রোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ অঞ্চলের পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মনিরুল ইসলাম।
জানা যায়, পূবালী ব্যাংক পিএলসির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজায়নের আওতায় নিয়ে আসার জন্য তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজ, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, পূবালী ব্যাংক কিশোরগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক সাইফুল হক, পূবালী ব্যাংক পিএলসি তাড়াইল উপশাখার ব্যবস্থাপক অসীম চন্দ্র তালুকদার, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক আনোয়ার হোসেন,
প্রভাষক এস এম কামাল উদ্দিন, প্রভাষক আবুল কাশেম খান, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফায়জুর রমহান, তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম খন্দকার, তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থী এবং পূবালী ব্যাংকের কর্মকর্তারা।
ময়মনসিংহ অঞ্চলের পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মনিরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং এ ব্যাপারে গবেষণা কার্যক্রম আরও জোরদার করতে হবে। বিদেশি গাছ বর্জন ও দেশি গাছ রোপণের ওপর আমাদের গুরুত্ব আরও বাড়াতে হবে।
তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হতে হবে। এ ক্ষেত্রে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রত্যেকেই তোমাদের বসতভিটার আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ রোপণ করবে। বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা জরুরি বলে মন্তব্য করেন পূবালী ব্যাংক পিএলসি তাড়াইল উপশাখার ব্যবস্থাপক অসীম চন্দ্র তালুকদার।