প্রতিনিধি, তাড়াইল, রুহুল আমিন : কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’।
গতকাল রবিবার তাড়াইল উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মস‚চি গ্রহণ করা হয়। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব ও তাড়াইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শহিদুজ্জামান।
আলোচনা সভায় তাড়াইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শহিদুজ্জামান বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। এদিকে প‚র্বাভাস ও প‚র্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘ‚র্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের।
এ ছাড়া নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভ‚মিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল কাঠামো গঠনের পাশাপাশি স্মার্ট প্রযুক্তি ব্যবহারে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।