প্রতিনিধি তাড়াইল : তাড়াইলে আসামি ধরতে যাওয়া এক পুলিশকে ধারালো ছুরা দিয়ে বাম গাল থেকে থুতনীর নিচ পর্যন্ত গুরুতর জখম করেছে একাধিক মামলার চিহ্নিত আসামি সেনা মিয়া। আহত এসআই দুলাল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আসামি সেনা মিয়াকে আটক করে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তাড়াইল থানা ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের তারা মিয়ার ছেলে সেনা মিয়া এবং তার সঙ্গীদের নামে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি মামলা ছিল। আসামি সেনা মিয়া বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ২ টায় গ্রেফতারের উদ্দেশ্যে তার বাড়িতে যাওয়ার পর তার হাতে থাকা ধারালো ছুরা দিয়ে এসআই দুলাল মিয়ার বাম গাল থেকে থুতনীর নিচ পর্যন্ত গুরুতর আঘাত করে। রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং অন্যরা পালিয়ে যায়। তাড়াইল থানার এ এস আই আলী হোসেন তিনজনকে আসামি করে তাড়াইল থানায় একটা মামলা করেন। মামলা নং-১১। আসামিরা হল- কালনা গ্রামের তারা মিয়ার ছেলে সেনা মিয়া, তার স্ত্রী মুক্তা ও সাচাইল গ্রামের আলাল মেম্বারের ছেলে দিপু মিয়া। তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি সেনা মিয়া সহ আরও দুজন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে এবং ইচ্ছাকৃতভাবে খুন করার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর জখম এবং খুন-জখমের হুমকি প্রদর্শন করে পেনাল কোড আইনের ১৮৬/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/৫০৬ ধারার অপরাধ করেছে। গতকাল রবিবার দুপুর ১টায় আসামি সেনা মিয়াকে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।