তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাজারগুলোয় উচ্চমূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, বেগুন, কচুরমুখী, সাজনা। প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা, রসুন ১৮০ টাকা, আদা ১৭০ টাকা, বেগুন ১২০ টাকা, কচুরমুখী ১৬০ টাকা, সাজনা ১৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। শুক্রবার (১০ মে) সকালে তাড়াইল সদর বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
তাড়াইল সদর কাচাবাজার দোকানি হুমায়ুন কবির দৈনিক শতাব্দীর কন্ঠ’কে বলেন, দু’সপ্তাহ সপ্তাহ ধরে পেঁয়াজের সরবরাহ কম, যে কারণে দাম বাড়ছে। রোজার ঈদের পর প্রতি কেজি রসুন, আদা ও পেঁয়াজে কমপক্ষে ১০-১৫ টাকা বেড়েছে। তিনি বলেন, রমজানে টিসিবির পেঁয়াজ বাজারে ছিল। যে কারণে পাইকারি বাজারের মতো খুচরায়ও পেঁয়াজের দাম ছিল কম।
কয়েজ জন দোকানিদের সাথে কথা হলে তারা বলেন, বাজারে হঠাৎ করে আদা, পেঁয়াজ ও রসুনের জোগান কমেছে, যে কারণে দাম বাড়ছে। আবার দাবদাহের কারণেও যে কোনো পণ্য সরবরাহ ও পরিবহনে গতি কমেছে। কোরবানির ঈদের আগে এসব মসলা জাতীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি থাকতে পারে।
শুক্রবার ছুটির দিনে বাজারগুলোয় ক্রেতাদের উপস্থিতি কম দেখা গেছে। ক্রেতা কম থাকলেও কমেনি কোনো সবজির দাম। এ বিষয়ে পুরুড়া বাজারের সবজি বিক্রেতা আতাউর রহমান বলেন, শুক্রবার ছুটি থাকায় ক্রেতার সকালে বাজারে খুব কম আসে। বিকেলে ক্রেতার সংখ্যা বাড়ে বলে তিনি জানান।